Pages

Looking for

EPS-CBT information for Bangladeshi, 2013

বাংলাদেশি চাকরি প্রার্থীদের সুবিধার্থে ২০১৩সালে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোরিয়ান সরকারের সিদ্ধান্তের সারসংক্ষেপ ফেইসবুকে পোস্ট দিলাম। আশা করি চাকরি প্রার্থীরা এর থেকে উপকৃত হতে পারবে

২০১৩ সালে মোট নিয়োগ দেয়া হবে ৬২,০০০
তন্মধ্যে নতুন ৫২,০০০ এবং রি-এম্পলয়মেন্ট রি-এন্ট্রি ১০,‌০০০
নতুনের কৌটা ৫২,০০০ এর মধ্যে ২০১২সালে অগ্রিম ব্যবহার করা হয়েছে ৬০০০, সুতরাং ২০১৩সালে নতুনের জন্য কৌটা থাকল ৪৬,০০০

এ কৌটাকে ৪ভাগ করে (জানু~মার্চ, এপ্রিল~জুন, জুলাই~সেপ্টেম্বর, অক্টোবর~ডিসেম্বর) ব্যবহার করা হবে, তবে বছরের প্রথম দিকের চাহিদা ও জুনের মধ্যেই রি-এমপ্লয়েড ওয়ার্কার ৫৭% এর মেয়াদ শেষ হওয়াকে বিবেচনা করে জানুয়ারি~জুন এ কৌটা একটু বেশি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে


জানু~মার্চ ২০১৩

২০১৩ জানু~মার্চ এর মোট কৌটাঃ ১৭,৬৫০
ম্যানুফ্যাকচারিং- ১১,৩০০
এগ্রিকালচার এন্ড লাইভস্টক-৩,২০০
ফিশারি-১,৫০০
কন্সট্রাকশন-১,৫৬০
সার্ভিস-৯০

নিয়োগদাতারা এমপ্লয়মেন্ট পারমিটের জন্য জব সেন্টারে আবেদনের সময়সীমাঃ জানু১৪~২৫
কোন কোন নিয়োগদাতা এমপ্লয়মেন্ট পারমিট পাবেন তার সিদ্ধান্তঃ ফেব্রুয়ারি ৭
সুতরাং বুঝাই যাচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যূ আরম্ভ হবে ফেব্রুয়ারি ৭ এর পর থেকে।

এ বছর থেকে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর ক্ষেত্রে স্কোর পদ্ধতি অনুসরণ করা হবে (অবশ্য ২০১২সালেও পরীক্ষামূলকভাবে আংশিকভাবে অনুসরণ করা হয়েছিল)।
অর্থাৎ নিয়োগদাতার কোম্পানিতে কাজের পরিবেশ, শ্রম শর্ত, ইতোপূর্বে বিদেশি শ্রমিকের সাথে তার ব্যবহার, বিদেশি শ্রমিক রাখার আবশ্যকতা ইত্যাদি বিবেচনা করে নাম্বার দেয়া হবে এবং ভাল নাম্বার প্রাপ্ত কোম্পানিকে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যূর ক্ষেত্রে ক্রমান্বয়ে অগ্রাধিকার দেয়া হবে। নিন্ম স্কোরের কোম্পানিকে ওয়েটিং লিস্টে রাখা হবে।

২০১৩সালের বিদেশি শ্রমিক সরবরাহ পরিকল্পনা
মোট ম্যানু এগ্রি ফিশারি কনস্ট্রাকশন সার্ভিস
মোট(জন) ৪৬০০০ ৩৭৬০০ ৪৬০০ ২১৫০ ১৫৬০ ৯০
জানুয়ারি ১৭৬৫০ ১১৩০০ ৩২০০ ১৫০০ ১৫৬০ ৯০
এপ্রিল ১৩৫০ ১১৩০০ ১৪০০ ৬৫০
জুলাই ৭৫০০ ৭৫০০
অক্টোবর ৭৫০০ ৭৫০০

৫০জনের কম শ্রমক আছে এমন মৌলিক শিল্প (ম্যানুফ্যাকচারিং)এর ক্ষেত্রে অতিরিক্ত এক জন বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবে। এবং এ অতিরিক্ত জনবল নিয়োগের জন্য ২০১৩ সালের যে কোন সময় আবেদন করা যাবে। তবে এজন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে মৌলিক শিল্প সার্টিফিকেট পেতে হবে।

নিয়োগদাতাকে নাম্বার দেয়ার এবং নাম্বার কর্তন করার মানদণ্ড

মৌলিক আইটেম (৪টি)-
(১) বর্তমানে কোম্পানিতে অনুমোদিত সংখ্যার চেয়ে বিদেশি শ্রমিক যত কম থাকবে
(২) বর্তমানে কর্মরত রি-এমপ্লয়েড শ্রমিকের মধ্যে জানু~জুনের ভেতর কোরয়ায় অবস্থানের মেয়াদ শেষ হবে এমন শ্রমিক যত বেশি থাকবে
(৩)নতুন শ্রমিকের জন্য আবেদন যত কম করবে
(৪) কোরিয়ান শ্রমিক নিয়োগের মেয়াদের ভেতর জব সেন্টারের মাধ্যমে যতবেশি নিয়োগ দেয়া হবে
>>>ততবেশি নাম্বার দেয়া হবে

যে কারনে নামার সংযুক্ত করা হবে (৩টি)
(১) ফিরতি টিকেট বিমা ও দূর্ঘটনা বিমা ক্রয় করেনি বা বিমার প্রিমিয়াম অনাদায়ী আছে এমন শ্রমিক না থাকা
(২) এস ও সি কনস্ট্রাকশন সাইট
(৩)পরিবেশ বান্ধব এগ্রিকালচার এন্ড লাইভস্টক কোম্পানি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান

যে কারনে নাম্বার কর্তন করা হবে(৩টি)
(১)২০১২সালে কোম্পানি মনিটরিং এর ফলাফলে নিয়োগদাতা যতবেশি সাবধানতার নোটিশ পেয়েছে
(২)ডিপার্টচার গ্যারেন্টি ইনস্যূরেন্সের প্রিমিয়াম ওভারডিউ যতবেশি বার হয়েছে
(৩)কোম্পানির দোষে কর্মস্থল পরিবর্তনকারী শ্রমিক যতবেশি থাকবে
>>> ততবেশি নাম্বার কর্তন করা হবে